ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ভ্যাকসিন নিলেন আরও পাঁচ লাখ ৮৯ হাজার মানুষ

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২১, ০০:৫৫
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে একদিনে আরও পাঁচ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। এ নিয়ে দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন পাঁচ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ জন।

তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীসহ সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন পাঁচ লাখ ৮৯ হাজার ৪২৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ৫১ হাজার ৩৬৩ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৮ হাজার ৬৪ জন।

প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ দুই লাখ ২৬ হাজার ২৮৮ ও নারী দুই লাখ ২৫ হাজার ৭৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৮ জন ও নারী ৬৬ হাজার ২৬ জন।

এদিকে, রোববার পর্যন্ত ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ছয় লাখ ৭৯ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ২৩ হাজার ১৩৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ছয় লাখ ৫৬ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ