ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংবিধান সংস্কারে মতামত নেবে কমিশন, চালু হচ্ছে ওয়েবসাইট

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৪, ১৮:৫২ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৫

সংবিধান সংস্কারের বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত ও প্রস্তাবনা জানতে একটি ওয়েবসাইট চালু করতে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্কার কমিশন। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এ ওয়েবসাইট কার্যকর হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

আজ রবিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তিনি বলেন, কমিশনের প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। তাদের পরামর্শের ভিত্তিতে সুপারিশ কার্যকর করার উদ্যোগ নেবে। আর সেটা বর্তমান সরকারই কার্যকর করবে।

এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কারের সুপারিশ তৈরির জন্য বিভিন্ন অংশীজনদের মতামত ও প্রস্তাব গ্রহণ করা হবে। পাশাপাশি কমিশন সাধারণ নাগরিকদের মতামত ও প্রস্তাব ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ