ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্কিন দুই দলের সাথেই ড. ইউনূসের সম্পর্ক রয়েছে: প্রেস সচিব

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২৪, ১৮:১১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন দেশটি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে।কারণ দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিক উভয় দলের সাথেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২ নভেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, কোন কোন দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব গণতান্ত্রিক দেশে কখনও পড়ে আবার কখনও পড়ে না। এ সময় ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক ভাল বলেও মন্তব্য করেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনগণ যেহেতু জেগেছে সেহেতু কোনো দেশই বাংলাদেশকে থামাতে পারবে না।

এবারের প্রতিযোগিতায় প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশের রাজনীতিতে মার্কিন নির্বাচনের ফলাফলের প্রভাব’। এর পক্ষে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বিপক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বক্তব্য রাখেন। এরপর বিচারকরা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের বিজয়ী ঘোষণা করেন।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ