গুলি করে বিএনপির কর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে, দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আদেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে তার পাঁচ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ফাঁসানো হয়েছে। বিএনপি অফিসে হামলার সঙ্গে তিনি জড়িত নন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রসঙ্গত, উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ শেখ হাসিনার মন্ত্রী পরিষদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ