বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সেন্টমার্টিনে ভ্রমণ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি নোটিশ

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৪, ২১:৫০

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত করা এবং রাত্রীযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী। তাদের পক্ষে অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নভেম্বরে সেখানে পর্যটকরা যেতে পারলেও রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। তখন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।

সে সময় তিনি বলেছিলেনন, পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার চিন্তা থেকে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া সেন্টমার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নোটিশ প্রাদানকারী আইনজীবীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। আইনি নোটিশে তারা উল্লেখ করেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে পর্যটন মৌসুম। শুধু দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর পর্যটক এই সময়ে বাংলাদেশ বিশেষ করে সেন্টমার্টিনে ঘুরতে আসে। সরকারের এই সিদ্ধান্ত পুরো পর্যটন শিল্পের ওপর প্রভাব ফেলবে। এর কারণে হাজার হাজার পরিবার এবং কোটি কোটি টাকার ক্ষতিসাধন হবে। তাই এই সিদ্ধান্ত রাষ্ট্রের কোনও কল্যাণ হবে না। পাশাপাশি এই সিদ্ধান্তে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে।

সেন্টমার্টিনে ভ্রমণ বিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ