ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে আটক শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ 

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৭

রাজধানী ঢাকাতে ছিনতাইকারী ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। মঙ্গলবার মধ্যরাতে, উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়, শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ এবং তার দুই সহযোগীকে।

যৌথ বাহিনী বলছে, তার নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আলতাফ।

আসল নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই সমধিক পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন।

তার বিরুদ্ধে অভিযোগ, সরকার পতনের পর উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি।

যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুইটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। এছাড়াও থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।

যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ