ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

নির্বাচিত হয়ে গঠনতন্ত্র সংস্কারের ঘোষণা তাবিথ আউয়ালের

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২৪, ২৩:০৮

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। শনিবার (২৬ অক্টোবর) বাফুফে নির্বাচনে ১২৩ ভোট পেয়ে বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বাফুফের গঠনতন্ত্র সংস্কারের ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। তিনি বলেছেন, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার হাতে নিব। একইসঙ্গে মাঠে খেলার মানটা যেন আরও ওপরের দিকে হয় সেই চেষ্টাও থাকবে।’

এছাড়া ‘মুক্ত পরিবেশে’ নির্বাচনের সাহস দেওয়ার জন্য বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত বাফুফে সভাপতি। তিনি বলেছেন, ‘বিগত জুলাই-আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই একজন তরুণ, ক্রীড়াপ্রেমী আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উনার দিকনির্দেশনায় এবং উনার সাহসে আমরা এ রকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরো ভালো জায়গায় নেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

গঠনতন্ত্রের কোন অংশে সংস্কারে জোর দেবে নতুন কমিটি, এই প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র সহ-সভাপতি ফেডারেশন সংক্রান্ত একটি ম্যানুয়াল দিয়েছেন। আরো ডকুমন্টে সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব।’

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ