ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবেক মেয়র তাপসকে দুদকে তলব

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ১৬:০৪

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী ৩ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক থেকে তাপসের বনানীর বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অভিযোগ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ৩ নভেম্বর সকাল ১১টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

এদিকে, ব্যারিস্টার তাপস কোথায় আছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা রয়েছে। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার দুই দিন আগে পরিস্থিতি আঁচ করতে পেরে গোপনে দেশ ছাড়েন তাপস। ফ্লাইটের ভেতরের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও এটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ