নভেম্বরের ৩ তারিখের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা জানান আইন উপদেষ্টা।
এদিন সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের কাজ ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপির) কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি পাঠানো হয়েছে।
এমসময় এক সাংবাদিক আইন উপদেষ্টাকে প্রশ্ন করেন, ‘স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন’। কিন্তু প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, ‘না ভাই, এটা নিয়ে কথা বলব না ব্যস্ত আছি।’
এইতুটু বলেই তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ