ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লক্ষ্মীপুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২৪, ১৪:১২

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শহরের ঝুমুর চত্বর থেকে মিছিল বের করেন তারা।

মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের অনিয়ম তুলে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এর আগে ঝুমুর চত্বরে গণজমায়েত করেন তারা।

এ সময় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সদস্য সরোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ইউসুফ আলম রিপন, রেদওয়ান হোসাইন রিমন, বায়েজিদ হোসেন, কামরুল হোসেন, বেলায়েত পাটওয়ারী, জাদরান প্রমুখ।

বক্তারা মিথ্যার আশ্রয় নেয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করেন।

অন্যথায় আগামী দিনে সব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ