ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২৪, ১৩:৩১

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি শেষে এই রায় দেন।

এর আগে গ্রেফতারের পর পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে।

সকালে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাবাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে আটক হন সাবেক এমপি সুমন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের আগে, ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আটকের বিষয়টি অবহিত করেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ