আওয়ামী লীগসহ যে সকল দল গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির সুযোগ দেয়া উচিত নয়। তবে দলগুলো নিষিদ্ধ হবে কি না এটি বিচারের বিষয়। কিন্তু সে পর্যন্ত এই দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ। শনিবার (১৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার নির্বাচনমুখী হতে হবে। যেসব সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত সে ধরনের সংস্কারে অন্তর্বরতী সরকারের হাত দেয়া ঠিক হবে না। নির্বাচন কমিশন সংস্কারে পরামর্শ দেয়ার জন্য একটি লিয়াঁজো কমিটি গঠন করতে হবে। যাতে সংস্কার কমিশনগুলো সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলো তাদের পরামর্শ দিতে পারে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হবে। দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা এই সরকারের দায়িত্ব। এ সময় আওয়ামী লীগের আমলে করা তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ