ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চব্বিশের বিপ্লবের পরও ষড়যন্ত্র হচ্ছে : শিবির সভাপতি

প্রকাশনার সময়: ১৯ অক্টোবর ২০২৪, ১৯:০৯

চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবের পরেও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলমান বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের গুম-খুন করা হয়। ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রত্ব বাতিল করা হয়। জাতির যে কোনো দুর্যোগে ছাত্রশিবির সবার আগে এগিয়ে এসেছে জানিয়ে মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামি ছাত্রশিবিরসহ অনেক ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়নি।

তিনি বলেন, ছাত্রশিবির চায় ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে সুস্থ রাজনৈতিক ধারা তৈরি হোক, কোনো দলীয় লেজুড়বৃত্তি চায় না ক্যাম্পাসগুলোতে, কোনো গেস্টরুম কালচার চায় না ছাত্রশিবির। আমরা চাই সব ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত হোক। যারা এত দিন ক্যাম্পাসে সহঅবস্থানের অধিকার পায়নি, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

মতবিনিময় সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আইন সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল নোমান, স্কুল সম্পাদক সিদ্দিক আহমেদ, অর্থ সম্পাদক মিজবাহ উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক আহমেদ তাওফিক, পরিকল্পনা সম্পাদক উসামা রাইয়ান, বিতর্ক সম্পাদক মিজবাহুল করিম, স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামানসহ ঢাকার বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ