একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধীতা করায় জামায়াতকে তখন নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের বিপক্ষে যুদ্ধ করেছে। তাহলে তাদের কেন নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ।
শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশ ও জনগনের জন্য সরকারকে প্রয়োজনীয় ২৩টি প্রস্তাব দেয়া হয়েছে। সরকারকে আমরা সহযোগীতা করবো। যারা জনগণের টাকা লুট করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই টাকা উদ্ধার করে জনগণের কাজে ব্যয় করতে হবে। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়ার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ পুলিশ- প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের বিচার করতে হবে।
এ সময় তাজউদ্দীন আহমেদের মেয়ের লেখা একটি বইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বইটিতে লেখা রয়েছে তাজউদ্দীন আহমেদ একটি টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবর রহমানের কাছে গিয়েছিলেন। কিন্তু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকৃতি জানান।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ