ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২৪, ১৭:০৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘হাওর এক্সপ্রেস’-এর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সোয়া এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও রেলস্টেশনের আউটার পার হলে ইঞ্জিন বিকল হয়। পরে দুপুর পৌনে ২টার দিকে ট্রেন পেছনের দিকে ধাক্কা দিয়ে গফরগাঁও স্টেশনে এনে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও রেলস্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলস্টেশনের আউটার পার হলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ওই ইঞ্জিন দিয়ে সোয়া এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল হয়।

গফরগাঁও রেলস্টেশনের পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আসলে ‘হাওর এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ