ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

‘শেখ হাসিনার প্রেতাত্মারাই বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে’

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২৪, ১১:০৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১১:৫৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনো মুক্ত নয়। আওয়ামী লীগের দোসররা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে।

রিজভী আরও বলেন, ‘অন্তর্বর্তী ড. মুহাম্মদ ইউনুসের সরকারকে প্রত্যেকটা দল সমর্থন করেছে। এটা গণতন্ত্রকামী মানুষের সমর্থিত সরকার। আপনাদেরকে জনগণের অন্তরের ভাষাটা আগে বুঝতে হবে।’

অনুষ্ঠানের আগে ও পরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন রিজভী।

‘আমরা বিএনপি’ পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্যসচিব মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কসহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ