ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠক

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ১২:২০
ফাইল ছবি

প্রায় এক মাসের মাথায় মন্ত্রিসভার বৈঠক বসছে সোমবার (৪ অক্টোবর)। বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মসূচিতে জানানো হয়, সোমবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সবশেষ ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক হয়। এরপর ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। শুক্রবার (১ অক্টোবর) রাত ১১টা ১৩ মিনিটে দেশে ফেরেন তিনি।

মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী, ২০ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ