ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

আজ হাসনাত-সারজিসের হাইকোর্ট ঘেরাও কর্মসূচি 

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫

আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় তারা এ কর্মসূচি পালন করবেন। মঙ্গলবার রাতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কর্মসূচির ডাক দেন।

ফেসুবকে পোস্টে তারা দুজন লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।

ফেসবুক পোস্টের মন্তব্যে সারজিস আলম লেখেন, এ খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না।

জানা গেছে, বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হবেন আন্দোলনকারীরা। সেখান থেকে একসঙ্গে হাইকোর্ট অভিমুখে যাত্রা করবেন তারা৷

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ