ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২৪, ১৬:১১

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, মো. মিলন লাঠিয়াল ও মো. আ. আজিজ হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ রোববার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কল্যাণপুর ওভার ব্রিজের নিচে দেশি অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে একটি ডাকাত দল অবস্থান করছে। পরে টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশি অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ