ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

নতুন আইন প্রণয়নের পর ইসি গঠনের পক্ষে সরকার: বস্ত্র উপদেষ্টা

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৪, ১৭:৪৮

সংস্কার কমিশনের সুপারিশে নতুন আইন প্রণয়নের পর নির্বাচন কমিশন (ইসি) গঠনের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার— এমনটা জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের অনিয়মের বিচার করার চূড়ান্ত ক্ষমতা ইসির থাকা উচিত। ভোটের সময় মন্ত্রণালয়কে ইসির আওতায় রাখা দরকার। এ সময় সব দলের সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, অন্তত তিনবছর একটি রাজনৈতিক দলের সদস্য না থাকলে তাকে মনোনয়ন দেয়া উচিত হবে না। এটি করা গেলে মনোনয়ন বাণিজ্য বন্ধ ও তৃনমূল থেকে প্রার্থী ওঠে আসবে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ