হঠাৎ করে ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, বছরের আশ্বিন-কার্তিক মাসে সবজির সরবরাহ কমে যাওয়ায় ডিমের চাহিদা বাড়ে। ডিম সাধারণ খামারী থেকে কয়েকদফা হাত বদল হয়ে ভেক্তা পর্যন্ত পৌঁছায়। এ কারণেই ডিমের দাম বেড়ে যায়। এজন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরাসরি কিভাবে ডিম পৌঁছানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে।
এ সময় ডিমের দাম নিয়ে মিডিয়ার ওপরও খানিকটা দায় চাপান প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, পত্রিকায় ডিমের বাজার অস্থির লেখা হলে ভোক্তা পর্যায়েও অস্থিরতা তৈরি হয়।
এদিকে আলোচনা সভায় ডিমের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারি খামারগুলোতে উৎপাদন ও বাজারজাতের ব্যবস্থা করার ওপর জোর দেয়া হয়।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ