ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

জেনে নিন আজকের আবহাওয়ার খবর

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩৪

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

হঠৎ আকাশে মেঘ করে বৃষ্টি নামছে। কিছু সময়ের জন্য বৃষ্টি হয়ে তা আবার থেমেও যাচ্ছে। এতে তাপমাত্রাও থাকছে স্বস্তিদায়ক পর্যায়ে। মোটা দাগে দেশের গত কিছুদিনের আবহাওয়ার চিত্র এমনই।

আজ থেকে তা অনেকটাই কমে আসতে পারে। ১৩ বা ১৪ অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে এ সময় বৃষ্টি আরো কমে যেতে পারে। এতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার ১১ অক্টোবর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এ সময়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে বড় পরিসরে তাপমাত্রা বাড়া বা তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাপমাত্রা খুব বেশি বাড়ার আশঙ্কা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ।

এছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আজ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ