ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

নতুন গ্যাস সংযোগের বিষয়ে যা বলছে তিতাস

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৪, ১৬:০৪

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু গণমাধ্যমে নতুন গ্যাস সংযোগ দেওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক বা বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে। কিন্তু কিছু গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া আবাসিক/বাসাবাড়িতে নতুন বা লোড বৃদ্ধির সংযোগ দেওয়ার খবর প্রকাশ করেছে, যা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

কিছু প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করছে, যা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রয়োজনে গ্যাস বিতরণ কম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ