ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

শ্রমিকদের বিক্ষোভ, বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৪, ১৪:১২

রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। তাদের বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কয়েকশ শ্রমিক মিলে সড়ক অবরোধ করেন।

জানা গেছে, স্থানীয় ইউরো গার্মেন্টের শ্রমিকরা সড়কে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন।

শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সড়ক অবরোধ করে শ্রমিকরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে স্লোগান দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক বন্ধ ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ভাটারা থানার এএসআই ফয়সাল গণমাধ্যমকে জানান, গার্মেন্ট শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়েছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ