সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিজিবির আইসিপি পোস্ট কমান্ডার হাবিলদার মো. রুহুল আমিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪২ লঙ্কা মোড়া কোম্পানি কমান্ডার মহাবীরের হাতে পূজার উপহার ছয় প্যাকেট মিষ্টি তুলে দেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ পরস্পরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও বিজিবির পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ