৫ কোটি টাকা চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে চাঁদাবাজরা। থানাতে অভিযোগ করেও হুমকিদাতাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী এম এ খায়ের মোল্লা।
আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত তার মালিকানাধীন রোজ ভ্যালি রিসোর্ট দখলে নিতে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে মারধর করা হয়। কৌশলে পালিয়ে আসতে পারলেও এখন প্রতিনিয়ত তাকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তার। নিজের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনাও করেন তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। সেসময় পটুয়াখালীর লোহালিয়ার স্থানীয় যুবকরা তার হোটেল ভাঙচুর ও লুটপাট করেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ