ঢাকা, রোববার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

বাজারে সিন্ডিকেট ঠেকাতে কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৪, ২০:৪০

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন নতুন সরকার। তবে দায়িত্ব গ্রহণের দুই মাসেও বাজারে কমেনি দ্রব্যের দাম।

সরকার দাম কমাতে যথেষ্ট তৎপর। তবে একটি মহলের কারণে কমছে না এ দাম। এবার এ বিষয়ে খোলাসা করলেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন পণ্যের দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের কাজ চলছে। দ্রুত মাঠে নামতে টিম।

তিনি ওই পোস্টে লিখেছেন, অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্ক ফোর্স।

টিসিবির তথ্য অনুযায়ী, গত দুই মাসে অনেক পণ্যের দাম কমার পরিবর্তে আরও বেড়েছে। কিছু পণ্যের দাম সরকারের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হলেও তা মানা হচ্ছে না।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ