ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

চিকিৎসা বঞ্চিতদের তথ্য চাইলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১৪:৫৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত–সহিংসতায় ১৮ হাজারের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

আন্দোলনে আহত ও চিকিৎসেবা থেকে বঞ্চিতদের ওবেয়সাইটের মাধ্যমে তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসবি) সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ শনিবার (৫ অক্টোবর) সকালে উত্তরা-১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজে ‘চব্বিশের উত্তরা’ নামের একটি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জুলাই স্মৃতি ফাউন্ডেশন সরকারি নয় জানিয়ে স্নিগ্ধ বলেন, ‘শাহবাগে আমাদের একটি অফিস নেয়া হয়েছে। এরই মধ্যে ফাউন্ডেশনের ওয়েবসাইট চালু হয়েছে। যারা আহত ও চিকিৎসাসেবা পাচ্ছেন না তারা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পাঠাতে পারবেন। আমরা সেভাবে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘দ্রুত আমরা হটলাইন নম্বর চালু করছি। যার মাধ্যমেও আহত ও নিহতের তথ্য আমাদের জানাতে পারবেন। দেশকে সংস্কার করার দায়িত্ব আমার আপনার সবার।’

ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের তথ্য নিয়ে তিনি বলেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ হাজার বেশি আহত হয়েছেন। ১ হাজার ৫৮৩ জন শহীদ হয়েছেন। তবে তালিকাটি চূড়ান্ত নয়, যাচাই-বাছাই চলছে।’

সারা দেশে স্বেচ্ছাসেবক ও কমিটি গঠন করা হয়েছে। তাদের মাধ্যমে হতাহতদের তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ