উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) দুপুরে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্র-জনতার আন্দোলন দমনে এই আওয়ামী লীগ নেতা জোরালো ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলা রয়েছে।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ