সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে এজাহার দায়ের করবে বিএনপি। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান থানায় বিএনপির পক্ষ থেকে এজাহার দাখিল করার কথা রয়েছে।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর তখনকার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রাখা হয়। বাসা থেকে বের হতে প্রতিবন্ধকতা তৈরি করায়; তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
এছাড়া বাসার সামনে পুলিশের প্রতিবন্ধকতা এবং খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে এজাহারে। বিএনপির অভিযোগ, দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ