বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

আ. লীগ নেতাদের ভারতে পালানোর বিষয় খতিয়ে দেখছে র‍্যাব

প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২৪, ১৪:২৯

আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র‍্যাব। এমনটা জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

বুধবার (২ অক্টোবর) সকালে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে করা ব্রিফিংয়ে সাবেক মন্ত্রী-এমপিদের ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার ওপর র‍্যাব গুলি করেনি জানিয়ে লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১ হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে ছাত্র-জনতার উপর হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তিনি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, এখনও অনেকে বৈধ অস্ত্র জমা দেয়নি। সেসব অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান চলমান রয়েছে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ