গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। সোমবার ৩০ (সেপ্টেম্বর) দিবাগত রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। সাবেক এই হুইপের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে গাইবান্ধা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে।
তবে গিনি এমপি কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি।
এর আগে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ