ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

৩ কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা 

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ০১:৫৩
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- মো.তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ(২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া (১৮), শরফুদ্দিন আহম্মেদ আয়ন (১৮)। মামলায় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ বান্ধবীকে ৩ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খান বলেন, এ ঘটনায় পল্লবী থানায় শনিবার রাত ৯টার দিকে মামলা হয়েছে। আসামি ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রকিবুল জানিয়েছেন, ওই ৩ বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন। তিন কলেজপড়ুয়াকে উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে তিন ছাত্রী নিজ নিজ বাসা থেকে বের হন। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যান।

এ ঘটনায় ওই তিন ছাত্রীর একজনের মা শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ