ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

বিমানের দুবাই-আবুধাবির ফ্লাইট সিডিউল ঘোষণা

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ০১:৩৫
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার থেকে ঢাকা-আবুধাবি রুটে এবং সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুইটি এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যাদের আগের টিকিট কাটা আছে তারা কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করতে পারবেন।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবি ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যে কোনো সেলস অফিস থেকে টিকিট ক্রয় করা যাবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ