দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের মোট ভ্যাকসিন এসেছে ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৭ লাখ ৩২৮ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এ হিসেবে বর্তমানে ভ্যাকসিন মজুত আছে ৬৯ লাখ ৪৪ হাজার ৭৫২ ডোজ।
শনিবার প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৪ লাখ ৫৫ হাজার ৭৩ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য মতে, এখন পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৫৮৫ জনকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৭৪৩ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ভ্যাকসিনদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫১ হাজার ৪৪৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬৫৪ জনকে। পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ৮ হাজার ৭২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭৮২ জনকে।
এছাড়া সিনোফার্মের ভ্যাকসিন আজ প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৭২৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫৫ জন। মডার্নার ভ্যাকসিন আজ প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮ হাজার ৩০৪ জনকে।
এদিকে ভ্যাকসিন পেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ১ লাখ ৭১ হাজার ৮৮৮ মানুষ।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
নয়া শতাব্দী/এ মআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ