ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আইন মেনে যেকোনে বিদেশি চ্যানেল সম্প্রচার করতে পারবে’

প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২১, ১৭:৪১

তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বাংলাদেশের আইন মেনে বিদেশি যেকোনে চ্যানেল বিজ্ঞাপনবিহীন সম্প্রচার করতে পারবে। ভারত, পাকিস্তান কিংবা ইউরোপের অনেক দেশেই এ আইন রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বছরের পর বছর আমাদের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছিল। যার কারণে বাংলাদেশ হাজার হাজার কোটি বিনিয়োগ হারাচ্ছে। সেই সাথে সাংবাদিক, টিভি মালিকসহ সংশ্লিষ্টরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

অনলাইন টিভির জন্য খুব শীঘ্রই নীতিমালা তৈরী করা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। নীতিমালা জারী হওয়ার পর সে নীতিমালা ব্যতয় ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী।

শনিবার (২ অক্টোবর) চট্টগ্রামের শিল্পকলা একাডেমী হলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্য মন্ত্রী আরো বলেন, বিএনপি যে ঐক্যের মাধ্যমে আন্দোলন করে সরকারের পতন ঘটানোর কথা বলছে অথচ তাদের নিজেদের মধ্যেই তো ঐক্য ধরে রাখতে পারছেনা। খেলাফত মজলিস ঘোষণা দিয়ে অনেক আগেই তাদের পুরনো ঐক্য থেকে চলে গেছে।

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাফরুল্লাহ কিংবা অন্যকেউ যাই বলুক না কেন এগুলো ফাঁকা কলসী বেশি বাজার মতোই বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, প্রবাসী নেতা আব্দুস সালামসহ অন্যরা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ