ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

বেড়েই চলেছে কাঁচা মরিচের ঝাঁজ, কমেনি ডিম-মুরগির দাম 

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪

অস্বাভাবিকভাবে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় এ সবজিটির দাম বাড়ছে। রাজধানীতে বাজারভেদে প্রতি কেজি ৫০০-৬০০ টাকা উঠেছে কাঁচা মরিচের দাম। ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে জোগান কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে যাচ্ছে। এ দিকে দুই মাস আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪০-১৫০ টাকা কেজি দরে। এরপর নানা উত্থান-পতনের পরে গত সপ্তাহে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণের এ প্রধান পণ্যটি বিক্রি হয় ১৯০-২০০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আজ বিক্রি হয়েছে ২১০-২২০ টাকা কেজি দরে। একই সঙ্গে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে ১৩৫ টাকা ডজন বিক্রি হওয়া ডিম গতকাল বিক্রি হয়েছে ১৫০ টাকা ডজন। আগে থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতারা। গতকাল রাজধানীর বাজারঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অথচ গত সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকা কেজি দরে।

বাজারে ৭৫০ টাকা গুনতে হচ্ছে প্রতিকেজি গরুর মাংসের জন্য। মুরগির ডিমের ডজন ১৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির দাম স্থিতিশীল আছে।

রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. ইকরাম জানান, সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে, ৮০-১০০ টাকা থেকে নেমে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস। এছাড়া অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

বাজারে দেখা গেছে, শশার কেজি ৮০ টাকা, লতি ৭০ থেকে ৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ও বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামে মিলছে পেঁপে। প্রতি কেজি ২০ টাকা। সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

বিক্রেতা মামুন আলী বলেন, এক সপ্তাহ আগেও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। তিনদিনের টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

মুদি দোকানি কবীর জানান, আলুর কেজি ৫৫ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, দেশি আদা ২৬০ টাকা ও রসুন ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ