নিউইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, ওই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। আর ওই তরুণকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা।
জানা গেছে, চট করে মঞ্চে উঠে যাওয়া তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা এবং একাধিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা। এই ঘটনার পর তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। সেখানে জাহিন রোহান রাজিনের পারিবারিক কিছু তথ্য তুলে ধরেছেন তিনি।
সায়েরের স্ট্যাটাস থেকে জানা গেছে, জাহিন রোহান রাজিন আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মো. সাখাওয়াতের ছেলে। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন সাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক। ওই স্ট্যাটাসের সঙ্গে জাহিনের পারিবারিক কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে তার পরিবারের বিভিন্ন সদস্যের ছবি দেখা গেছে।
ওই ছবিগুলো থেকে একটি ছবি বিশ্লেষণ করে জানা যায়, আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মো. হানিফের নাতি জাহিন রোহান রাজিন। রাজিনের মায়ের নাম নাসরিন জাহান।
এদিকে, হুট করে কেন সেদিন মঞ্চে উঠে গিয়েছিলেন জাহিন রোহান, তার ব্যাখ্যা দিয়েছেন নিজেই। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ড. ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন ডাকলেন, তখন আমি দর্শকসারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি।’
তিনি বলেন, ‘২০২১ সালের ইউনূস অ্যান্ড ইয়ুথ ফেলো আমি। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউইয়র্কে সিজিআইয়ের অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম। এ কারণে যে, তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে।’
সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে এই তরুণ বলেন, ‘২০২২ সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস। সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় তোলা ছবিটি। এটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এলো, তা জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম। এ আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না।’
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ