মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ও সেবাদাতা প্রতিষ্ঠান আইফিক্সফাস্টের উদ্যোগে মোবাইল ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের অনুপ্রাণিত করতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো টেক ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৪।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫০ মোবাইল সার্ভিসিং শিক্ষার্থীকে সনদ ও ৮০ জন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক জেসমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন।আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও অনেকে উপস্থিত ছিলেন।
আইফিক্স ফাস্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)আকিবুল ইসলাম বলেন, মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে ওঠা ৮০ জন টেকনিশিয়ানদের অনুপ্রেরনা দিতে ও তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আজ আমরা তাদের হাতে টেক ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দিলাম।
আমরা আশা করি গ্রাহক সেবার মান বজায় রেখে দেশের মোবাইল সার্ভিসিং ও রিপেয়ার ইন্ডাস্ট্রির সুনাম তারা সারা দেশে ছড়িয়ে দিবে। এ ছাড়া নির্বাচিত ১৫০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে তাদের দক্ষতা সনদ।
অনুষ্ঠানে আইফিক্সফাস্ট ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ প্রধান মো: এখলাসুর রহমান বাপ্পি সহ সম্মানিত ট্রেইনারদের পাশাপাশি কর্পোরেট অফিসের প্রতিনিধি হিসেবে মানব সম্পদ বিভাগ থেকে মো. মাজহারুল ইসলাম, শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলর টিমের পক্ষ থেকে জনাব ফাইয়াজসহ বক্তারা অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ