ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

১ নভেম্বর থেকে চলবে পলিথিন বিরোধী অভিযান 

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৫

আগামী ১ অক্টোবর থেকে সব সুপারশপে এবং ১ নভেম্বর থেকে সারা দেশের কাঁচাবাজারগুলোতে পলিথিনবিরোধী অভিযান চালানো হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ সময় পলিথিন ব্যবহার করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি অন্যকোনো সামগ্রী-এর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাঁচাবাজারে ক্লিনআপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ, বাজারে বিদ্যমান পলিথিন ব্যাগসহ অন্যান্য পলিথিনজাত প্যাকেজিং সংগ্রহের জন্য বিন বিতরণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও সম্ভাবনা বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন তিনি। পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, অভিযানের মাধ্যমেই শুরু হবে পলিথিনবিরোধী কার্যক্রম। সতর্ক করার এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে।

তবে অভিযানে মূল লক্ষ্য শাস্তি না উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার বন্ধে অভিযানই করতে হবে না।

পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না। এমনকি, ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেওয়াও যাবে না।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ