ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৯

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রফতানির পর বাংলাদেশ সরকার এই টাকা পাবে এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ সেপ্টম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ইলিশ এখনও যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যেই দেশে দাম বেড়ে গেছে। কাজেই রফতানি হলে দাম বাড়বে, এমন ধারণা ঠিক নয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেকে সমর্থন দিয়েছে। প্রতিবেশীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতে হবে। আমরা চাই না, সেই ধারাটা বন্ধ হয়ে যাক।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ