ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দেশকে রাজনীতিশূন্য করতেই ছাত্র রাজনীতি বন্ধের চেষ্টা হচ্ছে: নুর

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৩

দেশকে রাজনীতিশূন্য করার ষড়যন্ত্র হিসেবেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এসময় নুর আরো বলেন, আওয়ামী দুঃশাসনের পর রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। এ সময় তিনি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রনয়ণেরও দাবি জানান। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পরামর্শ দেন নুর। সভায় আইনজীবী অধিকার পরিষদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘জনগণের টুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান আমার গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে নাই গত ৫৩ বছরে। কাজেই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নেই।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীন না করতে পারি তাহলে এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা পাবে না। সর্বত্র পরিবর্তন হতে হবে। পুলিশ প্রশাসনে পরিবর্তন আনতে হবে। আমরা বারবার বলে আসছি, হাসিনার পুলিশ দিয়ে আপনারা রাষ্ট্র পরিবর্তন করতে পারবেন না।’

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ