নদী দখলমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আাগারগাঁওয়ে পর্যটন করপোরেশন ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কঠোর আইন প্রয়োগ না করলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। আগামী দুই মাসের মধ্যে নদী দখলমুক্ত করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় দেশে ৬৬ হাজার দখলদার আছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা। এ লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী পহেলা ডিসেম্বর থেকে সচিবালয়ে প্লাস্টিক বোতল নিষিদ্ধ করে পাটজাত পণ্যের ব্যাবহার বাড়ানো হবে। একইসঙ্গে যেসব এলাকায় পাহাড় ও টিলা আছে, সেগুলো বাঁচানোর তালিকা করা হচ্ছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ