ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দুর্গাপূজায় হামলার আশঙ্কা হিন্দু মহাজোটের

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩

আসন্ন দুর্গাপূজায় মন্দির ও মণ্ডপে হামলার আশঙ্কা করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি পূজার নিরাপত্তায় শিক্ষার্থীদের পরিবর্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এমন দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা সব মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন এবং দুর্গাপূজার ছুটি ৩দিন করার দাবি জানান।

নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিশেষ রাজনৈতিক দলের হাতিয়ার হতে চায় না। গত দুই দশকে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িতদের তথ্য শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। এ সময় ৫ আগস্ট পরবর্তী সহিংসতার সাথে জড়িতদের বিচারেরও দাবিও জানান তারা।

এছাড়া সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারকে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেয়ার আহ্বানও জানানো হয়। অন্যথায় সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভের হুঁশিয়ারিও দেয় হিন্দু মহাজোট।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ