রাজধানীর বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে অবৈধ এসব বিয়ার-মদ জব্দ করা হয়। ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টার এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ জানান, সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে ১৫০০-এর বেশি বিয়ারের ক্যান, প্রায় ১ হাজার বিদেশি মদ ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া হোটেলটির ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টার এ অভিযান পরিচালনা করে।
সংস্থাটির পরিচালক তানভির মমতাজ বলেন, মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ