আগামীকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
রউফ বলেন, ‘দীর্ঘদিনের যাত্রী চাহিদা মাথায় রেখে শুক্রবার ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তা চলাচল করবে দুপুর ৩.৩০ থেকে রাত ৯টা পর্যন্ত। মোট ট্রিপ চলবে ৬০টি। অন্যান্য দিন মেট্রোরেলের ট্রিপের সংখ্যা থাকে ১৯৮টি।’
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মেট্রোরেলের কাজিপাড়া স্টেশন চালু করতে খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে আপাতত বন্ধ থাকছে মিরপুর ১০ নম্বর স্টেশন। দ্রুত সময়ের মধ্যে তা চালুর কাজ চলছে।’
এ মাসে এখন পর্যন্ত মেট্রোরেল থেকে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ কোটি টাকা আয় হয়েছে বলেও জানান তিনি।
ডিএমটিসিএল জানায়, প্রতিদিন গড়ে ৩ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ