ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মেট্রোরেল বন্ধ থাকার বিষয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭

রাজধানীর ফার্মগেট স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ায় বুধবার (১৮ সেপ্টেম্বর) দীর্ঘ সময় আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সার্কুলারে জানানো হয়েছে, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার আগারগাঁও-মতিঝিল সেকশনে সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ