কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, মাজার ভাঙা ফৌজদারি অপরাধের সমান। ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। আপনি মত দিতে পারেন, ফতোয়া দিতে পারেন, কিন্তু কারও ওপর মত-ফতোয়া বাস্তবায়নের অধিকার আপনার নেই।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের মাজার গেইটে আয়োজিত মাজার ভাঙার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রার শুরুতে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, মাজার সম্পর্কে নেতিবাচক তত্ত্ব ছড়াতে কিছুটা হলেও সেকুলাররা দায়ী। পরে আয়োজকদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়।
সেখানে বলা হয়, সকল মাজার ও দরবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। মব জাস্টিস, মোরাল পুলিশিং ও নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান তারা।
পরবর্তীতে, গণপ্রতিরোধ যাত্রা করে সচিবালয় অভিমূখে যায়। যেখানে বাম রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অংশ নিতে দেখা যায়।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ