ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে মোছা. রোকেয়া বেগম (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার জিরাবো এলাকায় ম্যাসকট গার্মেন্ট ফ্যাক্টরির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মোছা. রোকেয়া বেগম (৩৫) গাইবান্ধা জেলা সদরের গুদারহাট গ্রামের মাসুদ রানার স্ত্রী। তিনিজিরাবো এলাকায় ভাড়া বাসায় থেকে ম্যাসকট গার্মেন্টের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা জেলা সদরের গুদারহাট গ্রামের মাসুদ রানার স্ত্রী।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বলেন, সকাল পৌনে ৯টার দিকে ম্যাসকট ও রেডিয়েন্স দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুপুর ১২ থেকে আঞ্জুমান নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নারী ও শিশু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধ এখনো চলছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ