ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জনগণের আস্থা অর্জন করতে হবে সরকারকে: নুর

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯

দেশের স্বার্থে যেমন সরকারকে সহযোগিতা করতে হবে, তেমনি এই সরকারকেও রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করতে হবে। এমনটা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, দুই মাসেও পোশাক খাতের অস্থিরতা কমাতে পারেনি অন্তর্বর্তী সরকার। দ্রুতই এ সমস্যার সমাধান না করলে পোশাক খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে। ডাকসুর সাবেক ভিপি আরও যোগ করেন, শেখ হাসিনার সরকার পুনর্বাসনের জন্য একটি চক্র এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোলটেবিল আলোচনায় বৈষম্যবিহীন চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রনয়নসহ ৭ দফা প্রস্তাবনা দিয়েছে যুব অধিকার পরিষদ।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ